পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার: সিজেপির অভিযান ECI এর কাছে ডাক ভোটপত্রের দাবি রেখে স্মারকলিপিতে স্বাক্ষর
22, Jul 2020 | CJP Team
কোবিদ ১৯ এবং লকডাউনের মাঝে বহু পরিযায়ী শ্রমিক নিজ নিজ গ্রামে ফিরে গেছেন। বহু অনেক কষ্টে নিজের বাড়ি পৌঁছেছেন আর বহু কাজকর্ম হারিয়ে এখন চাকরিবিহীন।
রাজ্য বিধানসভা ভোট এবং সংসদীয় উপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কয়েক মাসের মধ্যে। এর মধ্যে, এরকম বহু শ্রমিকের এই পুরো প্রক্রিয়া থেকে বাদ পরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
এই জন্য সিজেপি এবং অন্য কিছু সংগঠন যেমন লোকশক্তি অভিযান, বাংলা সংস্কৃতি মঞ্চ, আইউফওপি, ভাড়াটিয়া নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ একত্রিত হয়ে ভারতের নির্বাচন কমিশন কাছে আবেদন জানিয়েছে যাতে ডাক ভোটপত্রের মারফত এই পরিযায়ী শ্রমিকেরা ভোট দিতে পারেন।
পুরো স্মারকপত্র এখানে পড়ুন